ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

‘প্রধানমন্ত্রী ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়েছেন’

প্রকাশিত : ১১:৪১ এএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:০৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

মন্ত্রিসভায় শরিক দলের সদস্যরা না থাকায় কোনও টানাপোড়েন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ সব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী বলেন, আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করবো, সেটাই অঙ্গীকার।

কাদের বলেন, জোটের কোনও টানাপোড়েন নেই। মেনন বা ইনু, মন্ত্রিসভায় অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। সেটাই স্বাভাবিক। জোটের কোনও শর্ত ছিল না যে তাদের কাউকে মন্ত্রী করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেকে বাদ পড়েছেন। তবে এটা বাদ নয়, দায়িত্বের পরিবর্তন করা হয়েছে।

একে//