ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে বঙ্গবন্ধু-নীলদলের অভিনন্দন

প্রকাশিত : ১০:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০২:২৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থবারের মতো শপথ নেওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং মন্ত্রিসভার নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু-নীলদল।      

সোমবার বিকেলে সংগঠনের সভাপতি ড. সিদ্ধার্থ দে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান।  

বঙ্গবন্ধু-নীলদল বিশ্বাস করছে, বরাবরের মতোই এই সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব-মানচিত্রে ইতোমধ্যেই একটি সুখি সমৃদ্ধ, স্বনির্ভর ও ঔপনিবেশিক শক্তির প্রভাবমুক্ত দেশ হিসাবে বাংলাদেশের যে পরিচিতি ও প্রতিষ্ঠা, সেই সাফল্য স্থায়ী রূপ লাভ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সরকারের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকুক।   

কেআই/এসি