বাসে চড়ে স্মৃতিসৌধে গেলেন নতুন মন্ত্রীরা
প্রকাশিত : ০৪:০০ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পরদিন গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থেকে বাসে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করলেন। তারপর সেখানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
মন্ত্রিসভার সব সদস্যরা একসঙ্গে বাসে চড়ে কোথাও যাওয়ার এমন ঘটনা বিরল। আজ বুধবারও বাসে চড়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গীপাড়া গেলেন মন্ত্রিসভার সদস্যরা।
গতকার মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মন্ত্রিসভার বাকি ৪৬ সদস্যকে ধানমণ্ডির ৩২ নম্বর থেকে সাভারে নিয়ে যাওয়া হয় শীতাতপ নিয়ন্ত্রিত চারটি মিনিবাসে করে। স্মৃতিসৌধ থেকে বাসে করেই তারা ঢাকায় ফিরে সংসদ ভবনে নামেন। আসনের সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতেও দেখা যায়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যদের জন্য বরাদ্দ পতাকাওয়ালা গাড়ি থাকলেও তারা সাভারে যাওয়ার সময় সেই গাড়ি সঙ্গে নেননি।
একাদশ জাতীয় সংসদে নতুন সরকার মন্ত্রিসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। এত দিনের চিরায়ত ঐতিহ্য ভেঙে এবারই প্রথম মন্ত্রিসভার সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন।
এ ছাড়া, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চমক দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি তিনটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশন ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে...’।
উল্লেখ্য, গত সোমবার বঙ্গভবনে শেখ হাসিনার সঙ্গে শপথ নেন তার নতুন সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনে এক ঝাঁক নতুন মুখ নিয়েছেন প্রধানমন্ত্রী।
একে//