ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

জয়পুরহাটে আলুর বাম্পার ফলন (ভিডিও)

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

জয়পুরহাটে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। রোগ-বালাই কম হওয়ায় এবার ফলনও হয়েছে বেশ ভালো। আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা।

আলুর ক্ষেতে সবুজের সমারোহ। ভালো আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে আগাম জাতের এই ফলন তোলার কাজ শুরু করেছেন কৃষকরা।

বিঘা প্রতি খরচ হয়েছে ৯ থেকে ১০ হাজার টাকা। উৎপাদন হচ্ছে ৪৫ থেকে ৫০ মণ আলু। জাতভেদে প্রতি মণ বিক্রি করে পাওয়া যাচ্ছে ৫ থেকে ৭ শ টাকা।

জয়পুরহাটের এই আগাম আলু ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।

চলতি বছর জেলায় প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে এ সবজি চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাত চাষ হয়েছে ২ হাজার ৫০ হেক্টর জমিতে।

জয়পুরহাটের আলু বিদেশে পাঠানো গেলে, কৃষকরা আরও বেশি পয়সার মুখ দেখবেন বলে জানান স্থানীয়রা।