ঢাকা, শনিবার   ২৮ জুন ২০২৫,   আষাঢ় ১৪ ১৪৩২

গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়েছে আলাভেস

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

স্প্যানিস লা লিগায় আলাভেস জয় পেয়েছে। গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এস্তাদিও ডি মেনদিজোরোজায় প্রথমার্ধে আলাভেসের সাথে সমান তালে লড়তে থাকে গ্রানাডা। একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোন দল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে গ্রানাডা। ৫২ মিনিটে মেনডেজের গোলে এগিয়ে যায় আলাভেস। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কামারাসা। এরপর ৭৮ মিনিটে কেরাভেটসের গোলে ২-১ এ ব্যবধান কমান গ্রানাডা। খেলার অতিরিক্ত সময়ে ডেভেরসন গোল করলে ৩-১ গোলের জয় পায় আলাভেস।