ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৫ ১৪৩২

এবার হেঁটে অফিসে গেলেন পলক

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হেলমেট ছাড়া বাইকে চড়ে অফিসে যাওয়ায় সমালোচনার মধ্যেই এবার পায়ে হেঁটে অফিসে গেলেন। যানজটের কারণে সময় বাঁচাতে বৃহস্পতিবার এভাবে পায়ে হেঁটেই অফিসে যান তিনি বলে জানান। এরপর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার পায়ে হাঁটার ভিডিও ও ছবি শেয়ার করেন।

পলক বলেন, বৃহস্পতিবার ১০টার সময় আগারগাঁওয়ে আইসিটি ভবনে একটি বৈঠক ছিল। ওই এলাকায় মেট্রো রেলের কাজ চলছে, একটি রাস্তা বন্ধ ছিল, ফলে যানজট ছিল। তাই আইডিবি ভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে কার্যালয়ে গিয়েছি।

তিনি আরও বলেন, সামান্য রাস্তা, ওইটুকু হেঁটে যেতে ৫ থেকে ১০ মিনিট লাগে। গাড়িতে বসে থাকলে দেরি হয়ে যেত। এতে বৈঠকের জন্য অপেক্ষারত অন্যরা হয়ত বিরক্ত হতেন। এ কারণে হেঁটেই চলে যায়। এটাকে তিনি ‘সিম্পল’ ব্যাপার হিসেবে আখ্যায়িত করেন।


এসএইচ/