ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

অবসর নিয়ে কোহলির পরিকল্পনা

প্রকাশিত : ০৯:১০ এএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আর হাতে ব্যাট তোলার ইচ্ছা নেই অধিনায়ক বিরাট কোহলির। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরুর আগে সেটাই জানিয়ে দিলেন তিনি।

বিশ্বজুড়ে এখন অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও নানা দেশের টি-টোয়েন্টি লিগে খেলছেন। ব্রেন্ডন ম্যাকালাম, এবি ডি’ভিলিয়ার্স এর মধ্যে রীতিমতো পরিচিত নাম। কিন্তু এই তালিকায় যোগ হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই কোহলির।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় যে অবসরের পর তার কি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলার ইচ্ছা আছে? বা, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি ক্রিকেটারদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন, তাহলে কি তিনি খেলবেন? উত্তরে কোহলি বলেন, ‘জানি না ভবিষ্যতে বোর্ডের অবস্থানে পরিবর্তন হবে কি না। তবে একবার খেলা ছেড়ে দেওয়ার পর ফের ক্রিকেট খেলার ইচ্ছা হবে বলে মনে করি না। গত পাঁচ বছরে যথেষ্ট ক্রিকেট খেলেছি। জানি না অবসরের পর প্রথম কাজ কী করব। যদিও মনে হয় না আবার ক্রিকেট ব্যাট হাতে তুলব বলে। যে দিন আমি খেলা ছাড়ব, সে দিন আমার ক্রিকেট খেলার মতো এনার্জি আর থাকবে না। সেই কারণেই তো খেলা ছাড়ব। এর পরও আবার খেলছি, এমন ছবি দেখছি না। যখন ছাড়ব, তখন একেবারেই ছাড়ব। আর আমাকে খেলতে দেখা যাবে না।’

সূত্র: আনন্দবাজার

একে//