ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

শিশুদের বানিজ্যিক যৌন শোষন প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৪৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

বাংলাদেশে শিশুদের বানিজ্যিক যৌন শোষন প্রতিরোধে মতবিনিময় সভার আয়োজন করেছে কমব্যাটিং কর্মাশিয়াল সেক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন। সোমবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেসরকারী আর্ন্তজাতিক সংস্থা তেরে দেস হোমস নেদারল্যান্ডস এর সহায়তায় এই মত বিরিময়ের আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে বাণিজ্যিক যৌন শোষনে শিকাড় শিশুদের মর্যাদাপূর্ন জীবন, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার ও নীতিনির্ধারক মহলের প্রতি আহ্বান জানানো হয়।