ভিয়েতনামে অনুষ্ঠিত হলো এসিআই মটরসের ডিলার সম্মেলন
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:১২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এসিআই মটরস্ এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে সারাদেশে এর ৪১টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং ৩টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।
গত ১১ জানুয়ারি ২০১৯ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভিয়েতনাম এর হো চি মিন সিটি-তে অনুষ্ঠিত হল ‘এক্সপান্ডিং পসিবিলিটিস-২০১৯’ শীর্ষক ডিলার সম্মেলন। সম্মেলনে ২০১৯ সালের কার্যক্রম ও বিক্রয় প্রসার সম্পর্কে ডিলারবৃন্দকে অবহিত করা হয় এবং ২০১৮ সালে ডিলারবৃন্দের সার্বিক পারফরমেন্স এর উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রতিটি ক্ষেত্রেই উন্নত গ্রাহক সেবা প্রদানের আহবান জানিয়ে শেষ হয় এই ডিলার সম্মেলন।
এ উপস্থিত ছিলেন- সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর, এসিআই মটরস্, ইয়ামাহার সব ডিলারবৃন্দ এবং এসিআই মটরস্ ও ইয়ামাহা এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএইচ/