ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

জার্মানির ফ্রাংকফুর্টে হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

জার্মানির ফ্রাংকফুর্টে হয়ে গেল ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলা ২০১৯। এ বছর ৬৫ দেশের তিন হাজারের অধিক কোম্পানি হোম টেক্সটাইল মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করেছে।

বাংলাদেশের উৎপাদিত হোম টেক্সটাইল পণ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বাংলাদেশ থেকে ২২ টি কোম্পানি অংশগ্রহণ করেছে এ বছরের হোম টেক্সটাইল মেলায়। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ৪ দিনব্যাপী অন্তর্জাতিক হোম টেক্সটটাইল মেলায় প্রায় ১৪০ টি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহন করেছেন এবং তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছেন।

হোম টেক্সটাইল শিল্পের পন্য বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা বিশ্বের অন্যতম বৃহৎ মেলা বলে জানান ফ্রাঙ্কফুর্ট মেলার প্রধান নির্বাহী ডেটলফ ব্রাউন। বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশে উৎপাদিত পণ্যের যোগসুত্র স্থাপন করতে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরকে//