ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ইউরিন ইনফেকশনের ৭ লক্ষণ

প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৮ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

মানুষের শরীরের দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার (মূত্রথলি) এবং ইউরেথ্রা (মূত্রনালি) নিয়ে মূত্রতন্ত্র গঠিত। আর এই রেচনন্ত্রের যে কোনও অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় তাহলে সেটাকে ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ বলা হয়। কিডনি, মূত্রনালি, মূত্রথলি বা একাধিক অংশে একসঙ্গে এই ধরণের সংক্রমণ হতে পারে। এই সংক্রমণকেই সংক্ষেপে ইউরিন ইনফেকশন বলা হয়। সাধারণত এই সমস্যাটি নারী ও পুরুষ উভয়ের মধ্যে হলেও নারীদের ইউরিন ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ইউরিন ইনফেকশন হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হল-

১. প্রস্রাবে দুর্গন্ধ।

২. প্রস্রাব গাঢ় হলুদ বা লালচে হওয়া।

৩. প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা করা।

৪. একটু পর পর প্রস্রাবের বেগ অনুভব করলেও ঠিক মতো প্রস্রাব না হওয়া।

৫. তলপেটে বা পিঠের নিচের দিকে তীব্র ব্যথা করা।

৬. বমি ভাব বা বমি হওয়া।

৭. সারাক্ষণ জ্বর জ্বর ভাব বা কাঁপুনি দিয়ে ঘন ঘন জ্বর আসা।

সূত্র: জি নিউজ

একে//