ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট, গ্রেফতার ৫

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার ঘটনায় পাঁচজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে র‌্যাব-২ এর একটি দল রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি মিজানুর রহমান জানান, এ সব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, গুজব সৃষ্টি, উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছিল।

একে//