ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কুকুরের জন্য মিমির মন্তব্যে চরম উত্তেজনা

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ভারতের এনআরএস হাসপাতালে কুকুর নিধন নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ওই রাজ্যে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। কুকুর ছানা নিধনকে কেন্দ্র করে বেশ কিছু তারকাও পথে নেমেছেন। কুকুর ছানা পিটিয়ে মারার প্রতিবাদে যেসব তারকারা সরব হয়েছেন, তার মধ্যে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তবে পথে নেমে নয়, নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ঘটনার প্রতিবাদ করেন টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
তিনি বলেন, ‘কুকুর ছানাদের যারা নির্মমভাবে পিটিয়ে মেরেছেন, তাদেরও পিটিয়ে মারা হোক।’

শুধু তাই নয়, একজন সেলিব্রিটি হিসেবে তার যে এই ধরনের কথা বলা একেবারেই উচিত হচ্ছে না তা তিনি নিজেই জানিয়েছেন। কিন্তু এই সময় এর চেয়ে বেশি কিছু তিনি বলতে পারছেন না বলেও মন্তব্য করেন।
এদিকে টালিউড অভিনেত্রীর পোস্ট ঘিরে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এর প্রেক্ষিতে এখনও পাল্টা মুখ খোলেননি মিমি।
এদিকে এনআরএস-এ কুকুর নিধনকাণ্ডে জামিন পেয়েছে অভিযুক্ত ২ ছাত্রী। ২০০০ টাকা রেজিস্টার সিওরিটি ও ২০০০ টাকা লোকাল সিওরিটি দিয়ে জামিন পান তারা। তবে বুধবার রাতে তাদের জেল থেকে ছাড়া হয়নি। আজ বৃহস্পতিবার হবে টিআই প্যারেড।

অন্যদিকে, এনআরএস-এ কুকুরমুক্ত ক্যাম্পাসের দাবিতে বুধবার বিকাল থেকেই বিক্ষোভ শুরু করেন সেখানকার নার্সরা।
সূত্র : জি নিউজ
এসএ/