ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থয়ন প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:৫৩ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থয়ন প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা এখন অনেক উন্নত দেশের সমপর্যায়ে। বুধবার এশিয়া প্যাসিফিক গ্র“প অন মানি লন্ডারিং- এপিজির মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান ডেপুটি গভর্নর আবু হোনা মোহাম্মদ রাজি হাসান। আর এ অগ্রগতির ফলে দেশে বিদেশী বিনিয়োগ বিশেষ করে পুজিবাজারে বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এসময় ফিলিপাইনে পাচার হওয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ সব আনুষ্ঠানিকতা শেষে আগামী দুই সপ্তাহের মধ্যেই ফেরত আসবে বলেও আশা প্রকাশ করেন রাজি হাসান।