ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের মূল্যায়ন করা হবে: কাদের

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৫:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংরক্ষিত নারী আসনে ত্যাগী নেতা-কর্মীদের বেশি মূল্যায়ন করা হবে ।

আজ শুক্রবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের এক সংবাদ সম্মেলন তিনি একথা জানান। এসময় তিনি জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না বলেও মন্তব্য করেন।

তিনি জানান, জানান, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিষয়ে নেতা-কর্মীসহ সবাইকে হুশিয়ার করবেন প্রধানমন্ত্রী। ২১শ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ শুক্রবার। জমা দেওয়া যাবে আগামী রোববার পর্যন্ত। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে তিন দিনে ১৩৮৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীনরা। প্রতি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা।

 

টিআর/