ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

বান্দরবানে দুর্গম এলাকায় খাদ্য সংকটে দীর্ঘমেয়াদী ব্যবস্থার দাবি

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:৫১ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

বান্দরবানের থানচির দুর্গম এলাকায় সম্প্রতি খাদ্য সংকটের ঘটনায়, দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার সকালে সার্কিট হাউজে খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নে আয়োজিত সভায় এ’ বিষয়ে আলোচনা করেন তারা। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক। এছাড়া, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি এটিএম ফজলে কবির, ব্রিগেড কমান্ডার মুহাম্মদ যুবায়ের সালেহীনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।