ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

সোমবার ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

আগামী সোমবার অর্থাৎ ২১ জানুয়ারি ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন স্থানীয় সময় ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিটে গ্রহণ শেষ হবে। বেলা ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।

বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছুস্থানে আংশিকভাবে দেখা যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে।
এসএ/