ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

এথনিক স্যুট আনলো সেইলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

বেশি শীতে প্যাটার্ন ভিন্নতার পলি ভিসকস কাপড়ে গর্জাস পাঞ্জাবি-পাজামার সঙ্গে মেন্ডারিন ভেস্ট অর্থাৎ কোটি। উপস্থিতি হওয়া চাই স্মার্ট, ট্রেন্ডি, নজরকাড়া। শীতের সন্ধ্যায় যা কিনা সাধারণ উপস্থাপনায় আভিজাত্যপূর্ণ ও আরামদায়ক বটে। এধরনের ট্র্যাডিশন আর ট্রেন্ডের মিলবন্ধনে সেইলর ব্র্যান্ডে নতুন যোগ এথনিক স্যুট!

এতে বটমে অসমান কাটের পাঞ্জাবির কটিতে থাকছে একই রঙ বা ত্রিকোণ ও জিগজ্যাগ প্রিন্টের ক্যানভাস। অ্যাসমেট্রিক কাট ব্যবহার হয়েছে পাঞ্জাবির নীচের অংশে। বডি ফিটিংস থাকছে এ লাইন কাটে তবে পায়জামার প্যাটার্ন সমকালীন।

সেইলর এর সহকারি মার্কেটিং ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুজ্জামান জানান, সেইলর ব্র্যান্ডের অভিজাত কালেকশন এই এথনিক স্যুট। এটি মুলত তিনটি পোশাক নিয়ে করা হয়েছে।

এতে থাকছে পাঞ্জাবি- পায়জামা ও কটি। প্যাটার্ন গতানুগতিক ডিজাইনের বাইরে এবং ট্রেন্ডি। নিজেকে গর্জাস লুকে প্রকাশ করতে এধরনের এথনিক স্যুটের জন্য খরচ করতে হবে ১০ থেকে ১২ হাজার টাকা। সেইলর এর ফেসবুক পেইজে গিয়েও জানা যাবে বিস্তারিত।