ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

মারা গেলেন রাশিয়ার সবচেয়ে বয়স্ক নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:০২ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

রাশিয়ার সবচেয়ে বয়স্ক নারী নানু শাওভা মারা গেছেন। ১২৮ বছর বয়সী এই নারী দেশটির কাবারদিনো বালকারিয়ার নর্থ ককেশিয়ান রিপাবলিকের বাসিন্দা ছিলেন।

সোমবার স্থানীয় প্রশাসন একথা জানিয়েছে। 
রাশিয়া বুক অব রেকর্ডস অনুযায়ী, কাবারদিনো-বালকারিয়ার বকসান জেলার জায়ুকোভো গ্রামের শতবর্ষী নানু শাওভা রাশিয়ার সবচেয়ে বয়স্ক নারী ছিলেন।
এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, মে মাসে তার বয়স ১২৯ বছর হতো। বাকসান জেলা প্রশাসন তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।’
নানুকে ২০১৭ সালে রাশিয়া বুক অব রেকর্ডস সনদ দেয়া হয়।

সূত্র : তাস

এসএ/