ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

‘মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে হবে’

একুশে টেলিভিশন :

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৪৫ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমাদের তার মর্যাদা দিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন মন্ত্রিপরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি। কারণ আমরা চাই, আমাদের লক্ষ্যটা অর্জন করতে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই, আমরা যে প্রকল্পগুলো গ্রহণ করেছি, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে। একই সঙ্গে সেটা যেন যথাযথভাবে হয়, সেটার ওপর নজরদারিটাও বাড়াতে হবে। কারণ, যত বেশি নজরদারি বাড়ানো হবে, কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে।’

এ সময় জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা ধরে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শেখ হাসিনা বলেন, ‘চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা সরকারের মূল লক্ষ্য।’

আর এ প্রকল্পগুলোর কাজের সঠিক মান নিশ্চিত করে দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রসঙ্গত, একনেকের বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি ২৩ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/