ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

টাইম স্কেল পাচ্ছেন ৩২ জন শিক্ষক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:০৩ এএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

বেসরকারি স্কুল-কলেজের ৩২ জন শিক্ষককে টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় আরও উপস্থিত ছিলেন, অধিদপ্তরের দুজন পরিচালক, মাদরাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টাইমস্কেল পাওয়া শিক্ষকদের তালিকা: ঢাকা বিভাগে ৫ জন, বরিশাল অঞ্চলে ২ জন, খুলনায় ১, ময়মনসিংহে ৫, রাজশাহীতে ৪ এবং রংপুরের ১৫ জন শিক্ষককে টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসি