ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

সাংগু রিজার্ভ ফরেষ্টে চলছে অবাধে গাছ কাটা

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

বান্দরবানের থানছির বড়মদক-আন্দারমানিকের ইয়াংরে এলাকার সাংগু রিজার্ভ ফরেষ্টে চলছে অবাধে গাছ কাটা। গত দু’মাস ধরে চোরাকারবারীরা প্রকাশ্যেই করাত দিয়ে কেটে ফেলছে শত বছরের পুরানো চম্পাফুল, গর্জনসহ মুল্যবান প্রজাতির গাছ। বনবিভাগকে ম্যানেজ করেই এই অবাধ বৃক্ষ নিধন চলছে বলে অভিযোগ স্থানীয়দের। থানছির ইয়াংরি পাড়া, নারিচ ঝিড়ি, লুংচৈ ঝিড়ি, ইয়াংরের কুম এলাকাসহ সংরক্ষিত এলাকায় শত বছরের পুরনো গাছ কাটা হচ্ছে অবাধে। উজাড় হয়ে পড়েছে সীমান্তে প্রায় ৯৯ হাজার একর বন। কেটে ফেলে রাখা হয়েছে, হাজার হাজার ঘনফুট কাঠের গুড়ি। স্থানীয়দের অভিযোগ, বনবিভাগকে ম্যানেজ করেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীরা এসব গাছ কাটছে। অবশ্য বনবিভাগের বক্তব্য, তারা মাঝে মধ্যেই বৃক্ষ নিধন বিরোধী অভিযান চালান। এরইমধ্যে তিনজনের বিরুদ্ধে থানছি থানায় মামলা দায়ের হয়েছে। তবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরনের গাছ কাটার বিরুদ্ধে কঠোর নজরদারীর দাবি স্থানীয়দের।