ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ডিএনসিসিসহ কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি: ফখরুল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনসহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না। তিনি জানান, ডিএনসিসি ও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি যাবে না।   

বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।   

এসি