ফল বাগান ও চারা উৎপাদনের মাধ্যমে ভাগ্য বদল করে সফল চাষী আইয়ুব আলী
প্রকাশিত : ১০:৪৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:৪৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
ফল বাগান ও চারা উৎপাদনের মাধ্যমে ভাগ্য বদল করে ময়মনসিংহ ফুলবাড়িয়ার সফল চাষী আইয়ুব আলী। দেশি-বিদেশী শতাধিক ফলের চাষ করে স্বাবলম্বী এ যুবককে এখন অনুসরণ করছেন অনেকে। কীটনাশক ও ফরমালিনমুক্ত আইয়ুবের ফল বাগান দেখতে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ।
দশ বছর আগে, মাত্র ৫০ হাজার টাকা মূলধন আর ৪০ শতাংশ জমি নিয়ে আইয়ুব আলী শুরু করেন ফল চাষ ও চারা উৎপাদন। ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর কান্দুরবাজার এলাকায় তার এ বাগানের নাম রাখেন ছেলের নামে, শ্রাবণ নার্সারী। বর্তমানে ৬ একর জমিতে তার মোট বিনিয়োগ অর্ধ কোটি টাকার উপরে। আর বছরে আয় প্রায় ২০ লাখ টাকা।
আইয়ুব আলীর বাগানে রয়েছে ইরাকি লেবু, ইরানি আলু বোখারা, পাকিস্তানি মাল্টা, ভারতের ট্যাংক ফল, থাই আমড়া, করমচা ও ড্রাগনসহ শতাধিক ফলের চারা। আছে বড় আকারের আম্রপালী ও লিচুর বাগান। তার ফল বাগানে ব্যবহার করা হয় না কীটনাশকসহ অন্যান রাসায়নিক। আইয়ুব আলী স্বপ্ন দেখেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ফল রপ্তানির।
প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন আইয়ুব আলীর বাগান দেখতে। তার সফলতা দেখে এলাকার যুবকেরা উদ্যোগী হয়ে উঠেছে ফল বাগান করতে।
আইয়ুব আলীর মতো যুবকেরা এমন স্বাবলম্বী পেশায় এগিয়ে আসলে কর্মসংস্থানের পাশাপাশি ফলের আমদানি-নির্ভরতা কমবে বলে মনে করে কৃষি বিভাগ।