ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

নিখোঁজের দু’দিন পর হিলি সীমান্ত থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত : ১০:৫১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১০:৫১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

নিখোঁজের দু’দিন পর হিলি সীমান্ত থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তারা রাজধানীর পল্লবীর এমডিসি মডেল ইন্সটিটিউটের নবম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, দু’দিন আগে পরিবারের সাথে রাগ করে তারা স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে দালালের খপ্পরে পড়ে ভারতে ভালো চাকরির প্রলোভনে ট্রেনে করে হিলিতে আসে। পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় তাদের নামে জিডি করা হয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধার শিক্ষার্থীরা হলো- ইউসুফ হোসেন, ইসতাহাক হোসেন, আব্দুল কাইয়ুম এবং রবিউল ইসলাম। তাদের সবার বাসা রাজধানীর মিরপুরে।