ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান অংশে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছে আট ভারতীয় সৈন্য

প্রকাশিত : ১১:৪১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৪১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান অংশে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছে আট ভারতীয় সৈন্য। আটক করা হয়েছে একজনকে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এ’তথ্য জানালেও, ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। গতরাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। এর আগে, বুধবার রাতে পাকিস্তান শাসিত কাশ্মিরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে ভারত। অভিযানে দুই পাকিস্তানি সৈন্য ও ৩৮ জঙ্গি নিহত হওয়ার কথা জানানো হয়। তবে, সার্জিক্যাল স্ট্রাইকের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। এদিকে, সীমান্তে উত্তেজনার কারণে ভারতের পাঞ্জাব সীমান্ত থেকেও বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।