মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বাড়ছে উদ্বেগজনকহারে
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৪৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
দেশে প্রতি বছর ১৪ হাজার ৮শ ২২ জন স্তন্য ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আর এই রোগে মৃত্যু হচ্ছে ৭ হাজার ১৩৫ জন। উদ্বেগজনকহারে বাড়ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় আক্রান্তে এই হার উদ্বেগজনক। স্তন ক্যান্সার রোধে শুধু সরকারী ব্যবস্থা যথেস্ট নয় বলেও জানান বক্তারা। জনগনকে সচেতন করতে সবার প্রতি আহ্বান জানান তারা। আগামী ১০ অক্টোবর স্তন ক্যান্সার দিবসে বিশেষ প্রচারাভিযানের কথাও জানান তারা।