ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ধর্মঘট স্থগিতের ঘোষণা প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৫২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর আগামী ৪ অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার সকালে পুলিশ কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে কোন সিদ্ধান্ত না হওয়ায় তারা ধর্মঘট অব্যহত রাখার ঘোষণা দিয়েছিলেন। এদিকে আগামী ৪ অক্টোবর ঢাকায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের দাবী নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়। গেল সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয় প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।