শুভ মহালয়া উপলক্ষে শিব মন্দির চত্বরে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
শারদীয় দুর্গা উৎসবের শুভ মহালয়া উপলক্ষে নগরীর হাজারী লেইনে শিব মন্দির চত্বরে দিনভর আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
শুক্রবার সকালে মন্দির চত্বরে দুর্গোৎসব উদ্ধসঢ়;যাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় গুনিজন সংবর্ধনা। পরে রক্তদান এবং বিনামুল্যে চিকিৎসা দেয়া হয়। এছাড়া দুঃস্থদের বস্ত্র এবং শারীরিক প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণ করা হয়। মন্দিরে মন্দিরে চন্ডীপাঠের মাধ্যমে আহবান জানানো হয় দেবীকে।