ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর দাওয়াতে যাচ্ছেন বদরুদ্দোজা চৌধুরী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াতে যাচ্ছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ২১ সদস্যে বিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চা-চক্রে তারা অংশ নেবেন।    

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকল্পধারা জানায়, বি চৌধুরী এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদাভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাঠানো হয়। আগামী ২ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে তিনটায় তাঁরা ২১ সদস্য যাবেন।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন। সংলাপে অংশ নেওয়া সব দলকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। বিকল্পধারা থেকে সংলাপে অংশ নেওয়া সদস্যরাও এ দাওয়াত পেয়েছেন।

এসি