রাজধানীতে চলছে খেলোয়াড়দের নিলাম
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
বিপিএলের চতুর্থ আসরের খেলোয়াড়দের নিলাম চলছে রাজধানীর একটি হোটেলে।
আইকন ও বিদেশি তারকা খেলোয়াড়দের দল আগেই ঠিক হয়েছে। এখন চলছে স্থানীয় খেলোয়াড়দের দল নির্ধারন। সাত ‘এ প্লাস’ ও পুরোনো ১০ ক্রিকেটার বাদ দিয়ে প্লেয়ারস ড্রাফটে উঠবেন প্রায় দেড় শ স্থানীয় ক্রিকেটার। ৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলের ড্রাফটের জন্য তালিকায় আছেন ১৬৮ জন বিদেশি খেলোয়াড়। ‘এ’ শ্রেণির বিদেশিদের মূল্য ৭০ হাজার ডলার, ‘বি’ শ্রেণির ৫০ হাজার, ‘সি’ শ্রেণির ৪০ হাজার ও ‘ডি’ শ্রেণির বিদেশিদের মূল্য ৩০ হাজার ডলার। প্লেয়ারস ড্রাফট থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ১০ জন স্থানীয় ও তিনজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।