চিরনিদ্রায় শায়িত হলেন আ স ম হান্নান শাহ
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার সকালে গাজীপুর রাজবাড়ী মাঠে হান্নান শাহ’র জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। পরে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বাদ জুম্মা ঘাগটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে হান্নান শাহ’কে দাফন করা হয়।