ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১০:৩৮ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার

চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। আগামী পাঁচ বছরে এ প্রকল্পে সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে এক লক্ষ কোটি টাকা। এই নিয়ে চট্টগ্রামের বিনিয়োগকারী, ব্যাবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিয়ে তাদের মধ্যে আশংকাও রয়েছে। cezভোগৌলিক সুবিধার কারণেই সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রামে দেশের প্রধান সমুদ বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা-সিইপিজেড, কেইপিজেডসহ গুরত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে। ফলে শিল্প উৎপাদনে চট্টগ্রাম বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করলেও সুনির্দিষ্ট পরিকল্পনা ও শিল্প প্লটের অভাবে এতোদিন বিদেশীরা এখানে পর্যাপ্ত বিনিয়োগ করতে পারেনি। বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ’র (বেজা) উদ্যোগে শুরুতে সাড়ে ৫শ একর জমির উপর কাজ হলেও ক্রমান্বয়ে ৩৫ হাজার একর জমির উপর গড়ে উঠবে এ অর্থনৈতিক অঞ্চল। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রায় ১৫ লাখ মানুষের। গড়ে উঠবে বিভিন্ন শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিমানবন্দর, জাহাজ নির্মাণ, সিরামিক শিল্প, পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো। তবে বিশেষ অর্থনৈতিক জোন করার পাশাপাশি শিল্পায়নের জন্য গ্যাস, বিদ্যুতের সংকট সমাধানসহ সমন্বিত উদ্যোগ নেয়ার  অনুরোধ জানিয়েছেন বিনিয়োগকারীরা। বন্দরকে ঘিরে আমদানি রপ্তানির উদ্ধগতি, তিনটি অর্থনৈতিক অঞ্চল, বে টার্নিমাল, কর্ণফুলি টানেল নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কর্মকা-কে  ঘিরে চট্টগ্রাম ঘিঞ্জি ও অপরিচ্ছন্ন শহরে পরিণত হয়ে যায় কিনা তা নিয়েও রয়েছে নানান আলোচনা। সব ঠিকঠাক মতো চললে আগামীর বন্দরনগরী হবে, বিপুল সম্ভাবনা ও অর্থনৈতিক সমৃদ্ধির ভিন্ন এক চট্টগ্রাম।