ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

রাজধানীসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০২:২৮ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা এবং মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। এছাড়া, আগামীকাল রোববার ঢাকায় বিক্ষোভ করার কথা জানিয়েছে মহানগর বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’সব জানানো হয়। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ’সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ৩রা অক্টোবর সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া, ঢাকা মহানগর বিএনপি যৌথ সভা শেষে রোববার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এ’সময় বিএনপি নেতারা বলেন, চুপ করে বসে থাকার সময় নেই, সরকারের প্রতিটি অন্যায় কর্মকাণ্ডের জবাব দিতে হবে। তারেক রহমানের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বিএনপি নেতারা।