ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

শিশু জন্ম নিলেই গাছ নিয়ে হাজির গোপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

এলাকার সবাই তাকে জানে বৃক্ষপ্রেমী গোপাল হিসেবে। শিশু জন্ম নিলেই সেই বাড়িতে বিনামূল্যে একটি গাছ রোপন করেন তিনি। এভাবে গাইবান্ধার সাঘাটায় গত চার বছরে কয়েক হাজার গাছ লাগিয়েছেন গোপাল চন্দ্র বর্মন। তার এ উদ্যোগে খুশী এলাকাবাসী।

গাইবান্ধার মথরপাড়া গ্রামের গোপাল চন্দ্র বর্মন। গ্রামের যে কোন প্রান্তে নবজাতক জন্ম নিলেই তিনি গাছ নিয়ে যান। এরপর নিজ হাতে শিশুটির বাড়িতে গাছ লাগান গোপাল। গত চার বছরে এলাকায় বিনামূল্যে কয়েক হাজার গাছ লাগিয়েছেন।

শিশু জন্মের পরে এভাবে গাছ পাওয়ায় খুশী মা-বাবারাও। গাছ ও শিশুদের প্রতি ভালোবাসা থেকেই এ কাজ করেন বলে জানান গোপাল চন্দ্র বর্মন ।

তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাষিশ চন্দ্র মোদক। গোপাল চন্দ্র বর্মনের এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে যাক এমনটাই চাওয়া স্থানীয়দের।

 

এসএইচ/