ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ও সম্পাদক দোজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সম্প্রতি অনুষ্ঠিত এক নির্বাচনে, ২০১৭-২০১৯ সালের এর নব নির্বাচিত ১৪ কার্যনির্বাহী সদস্যদের তালিকা প্রকাশ করে। স্বপন চ্যৌধুরী (অন্তর শো’ বিজ) সভাপতি ও শাদরুদ্দোজা এলান (দোজা এলান) (স্কাই ট্র্যাকার) মহাসচিব হয়েছেন।

ইরেশ যাকের (এশিয়াটিক ইএক্সপি), সাঈদ সারোয়ার মোর্শেদ আজম (আইএমএস) এবং এম এন রাশিদুল ইসলাম খান (ক্রিয়েটো) সহ সভাপতি, চাঁন মোহন সাহা (ই৩ সলিউশন) এবং ফরহাদুল ইসলাম (ব্লুজ কমিউনিকেশন্স) যুগ্ম সচিব, সোহেল আলম ডিউক (ট্রিলজি) কোষাধ্যক্ষ, জাবেদ ওয়াসিম খান দপ্তর সচিব, হাসান আবেদুর রেজা জুয়েল (গ্রীন বী), ফারহান নাজিম চৌধুরী (এ্যাক্টিভেশন), অপু খন্দকার (এক্সপার্ট), সাব্বির রহমান তানিম (উইন্ডমিল) এবং তাহসিন সাঈদ নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি

এসএইচ/