ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়েছে

প্রকাশিত : ১১:১১ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ১১:১১ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার

n gonjনারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে তিনটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে তাকে হাজির করা হয়। কিন্তু কোন সাক্ষি আদালতে হাজির না থাকায় আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে বিচারক আগামি ১৩ই এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ২০১৪ সালে ৭ খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে তার বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া, তার সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ঘটনায় নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি মামলা করে পুলিশ।