রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০১:৪৫ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার
লা লিগায় রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় দু’দল প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় সোসিয়েদাদ। ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সোসিয়েদাদের ফরোয়ার্ড কার্লোস ভেলা। পিছিয়ে পড়ে রিয়াল বেটিস গোল শোধে মরিয়া হয়ে লড়লেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয় তারা। ৭ ম্যাচ শেষে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ ৯ নম্বরে। আর সমান ম্যাচে ৮ পয়েন্টে রিয়াল বেটিস ১১ নম্বরে।