ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে আইন সংশোধন

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার

বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে আইন সংশোধন করা হবে জানালেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শনিবার রাজধানীর এফডিসিতে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে করণীয় শীর্ষক সংলাপে তিনি আরো বলেন, সরকারের একার পক্ষে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়, পরিবারসহ সমাজের সবার সচেতন হতে হবে। সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক সময় দেখা য়ায় যারা শিশু নিরাপত্তা দিবে, অনেক সময় দেখা যায় তারাই শিশু নির্যাতন করছে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানবিক গুলাবলীর শিক্ষা দেয়ার আহবান জানান বক্তারা।