ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

ট্রেনে যুক্ত হচ্ছে বিমানের মতো ‘বায়ো টয়লেট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

যাত্রীদের সুবিধা বিবেচনায় এবার দেশের ট্রেনেও যুক্ত হচ্ছে বিমানের মতো `বায়ো টয়লেট`। এর ফলে ট্রেনের টয়লেটগুলোতে আর অপরিস্কার, নোংরা, জমে থাকা পানিতে ভাসমান বর্জ্য থাকবে না।

ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে ৫০টি আধুনিক ব্রডগেজ কোচ। এর ১৫টি এসে পৌঁছেছে। বাকীগুলো দ্রুত সময়েই চলে আসবে। ১৪০ কিলোমিটার গতিসম্পন্ন আধুনিক ট্রেনের এসব কোচ নির্মাণ করেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রেল ক্যারেজ (কোচ) নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা)। এর মধ্যেই বাংলাদেশের জন্য ২৫০টি কোচ নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এবার ৫০টি ব্রডগেজ কোচের প্রতিটির গড় দাম পড়েছে প্রায় ৫ কোটি টাকা।

গণমাধ্যমকে রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) হারুনুর রশিদ বলেন, নতুন এই কোচগুলোতে থাকছে `বায়ো টয়লেট`। এত দিন ট্রেনের টয়লেট থেকে মানববর্জ্য রেলপথে পড়ত। কিন্তু ওই কোচে বিমানের মতো টয়লেট সুবিধা থাকছে। ফলে রেললাইনে কোনো বর্জ্য পড়বে না। পানি খরচও কম হবে। তবে কোন রুটে এই কোচগুলো নামানো হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকল পরীক্ষা-নীরিক্ষা শেষে যেসব আন্তনগর ট্রেনে পুরনো কোচ আছে, সেসবে এই নতুন কোচগুলো প্রতিস্থাপন করা হবে।

আরকে//