অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন দরকার বলে মন্তব্য করছেন শ্যাম সুন্দর শিকদার
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ১ অক্টোবর ২০১৬ শনিবার
বাংলাদেশের প্রেক্ষাপটে অবিলম্বে সাইবার নিরাপত্তা আইন দরকার বলে মন্তব্য করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার ।
শনিবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটির স্বাধীনতা হলে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস, সিসিএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাইবার সিকিউরিটির দিক থেকে বাংলাদেশ এখন যেকোন সময়ের চেয়ে এগিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তার পাশাপাশি দরকার সাইবার সিকিউরিটির সাংগঠনিক কাঠামো । এজন্য উন্নত বিশ্বের মতন বাংলাদেশেও একটি সাইবার কাউন্সিল দরকার বলে উল্লেখ করেন শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইবার ক্রাইমের কারনে বিশ্বব্যাপী আর্থিক ক্ষতির পরিমান প্রায় ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলার।