ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

সিলেটে সপ্তাহব্যাপী সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

সিলেটে সপ্তাহব্যাপী সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০১৯ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ শুরু হয় ২৮ জানুয়ারি।

রোববার জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কক্ষে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেটে সপ্তাহব্যাপী সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন একাডেমির প্রশিক্ষক মীন আরা পারভীন। একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীন ও সানজানা ইসলাম স্বর্ণার উপস্থাপনায় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুমাইয়া ইসলাম শোভা ও শুভ্রদীপ দাস শুভ। এরপর কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা সংগীত পরিবেশন করেন। সবশেষে প্রধান অতিথি কর্মশালায় সফলভাবে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

 

কেআই/এসএইচ/