ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

হাজার হাজার পাখির রহস্যময় তাণ্ডব [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:১৯ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

দিনের আলো থাকতেই নেমে এল অন্ধকার। আকাশ কালো করে উড়তে লাগল হাজার হাজার পাখি। এমন দৃশ্য ভিডিও বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়ে যায় আতঙ্ক। অনেকেই এই ঘটনাকে ধ্বংসের পূর্বাভাস বলে বর্ণনা করেন।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের। জানা যায়, পাখিগুলো প্রথমে হাইওয়ের রেলিংয়ে বসেছিল। হঠাৎই তারা উড়তে শুরু করে। বিপুল সংখ্যক পাখির এই অদ্ভুত আচরণে স্তম্ভিত হয়ে যান হাইওয়ের গাড়ি-চালকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই কাণ্ডে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় হাইওয়ের কয়েকটি লেন। থমকে যায় অগণিত গাড়ি।

ঠিক কেন এই পাখিগুলো এমন আচরণ করল, তা জানা যায়নি। তবে অনেকেই বলছেন, এ কোনও আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস। ঘটনাটিকে ‘বার্ড-পোক্যালিপ্স’ বলে বর্ণনা করছে সংবাদমাধ্যম। এর অর্থ ‘পক্ষী-বিপর্যয়’।

এই পাখিগুলো কোন জাতের তা-ও জানা যায়নি। আপাতত পাখিদের রহস্যময় এই আচরণ নিয়ে চলছে জোর জল্পনা।

দেখুন ভিডিও ...

সূত্র: এবেলা

একে//