ঢাকা, বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫,   কার্তিক ২১ ১৪৩২

স্পোর্টিং গিজনকে ২-১ গোলে হারিয়েছে দেপোর্তিভো

প্রকাশিত : ১০:৪৮ এএম, ২ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪৮ এএম, ২ অক্টোবর ২০১৬ রবিবার

স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনকে ২-১ গোলে হারিয়েছে দেপোর্তিভো। শীর্ষে উঠার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৩৫ মিনিটে মিডফিল্ডার সেলসো বোর্গেজ গোল করলে ১-০তে এগিয়ে যায় দেপোর্তিভো। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে স্পোর্টিং গিজন। তবে, দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে সক্ষম হয় তারা। ৬৫ মিনিটে সমতায় ফেরানোর গোলটি করেন সার্জিও আলভারেজ। তবে, নির্ধারিত খেলার শেষ মুর্হুতে ফরোয়ার্ড রায়ান বাবেল গোল করলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দেপোর্তিভো।