ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

আউশ ধানের জাত উন্নয়ন গবেষণায় সাফল্য

প্রকাশিত : ১১:২০ এএম, ২ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ১১:২০ এএম, ২ অক্টোবর ২০১৬ রবিবার

বোরো ধানের জাত উন্নয়ন ও উৎপাদন অনেক বেশি মনোযোগ দেয়া হলেও, অনেকটা অবহেলিত ছিলো আউশ ধানের স্থানীয় জাত। এজন্য আউশ ধানের জাত উন্নয়ন গবেষণায়ও সাফল্যের মুখ দেখছে, ধান গবেষণা প্রতিষ্ঠান-ব্রি। এতে, পুরোপুরি সফল হলে, বোরোর মতো আউশ ধানের উৎপাদনেও বিপ্লব ঘটবে বলে আশা কৃষি বিজ্ঞানীদের। আউশ ও আমন, এই দুই মৌসুমই ছিল আবহমান বাংলার ধান চাষাবাদের সময়। ক্রমবর্ধমান জন সংখ্যার খাদ্যের যোগান ঠিক রাখতে প্রয়োজন পড়ে ধানের উৎপাদন বাড়ানোর। এমন বাস্তবতায় শুষ্ক মৌসুমের, আউশের জায়গায় আসে, সেচ নির্ভর উচ্চ ফলনশীল বোরো ধান। আর সসময় পরিক্রমায়/ আউশ ধান এখন কৃষকের হাতে নেই বল্লেই চলে। এ অবস্থায় স্থানীয় ধানের জাতের আউশের ফলন বাড়াতে, ব্যাপক গবেষণার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। সরকারের নির্দেশে আউশ ধানের উন্নত জাত বের করতে, মনোনিবেশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ব্রি। ছিটিয়ে নয় বরং রোপন করা যায়, এমন জাত ব্রি-৪৮ ও ব্রি-৫৭ নামের জাতও বিকাশ করেছে তারা। প্রত্যাশিত জাতের আউশ, মাঠ পর্যায়ে পৌঁছুলে, সেচের প্রয়োজন হবে না বলেই, ধান উৎপাদনের পাশাপাশি কাজে লাগানো যাবে পতিত জমি- এমনটাই বলছেন গবেষকরা।