ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ইনজুরিতে আর্থার, ফিরছেন না ফেব্রুয়ারিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

হ্যামস্ট্রিং চোটে পড়ে এবার তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারকে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা।

চোটের কারণে এই মাসে আর ফেরা হচ্ছেনা ২২ বছর বয়সী মিডফিল্ডার আর্থারের। বার্সা জানিয়েছে ‘পরীক্ষার পর জানা গেছে হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছেন আর্থার। তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা যাচ্ছে।’

বার্সেলোনায় গত গ্রীষ্মে যোগ দেওয়ার পর গত নভেম্বরে পেশিতে চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে আর্থারকে। এবার দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে চোটে পড়লেন তিনি।

তবে আগের চেয়ে বড় চোটের কারণে এই মাসে কাতালানদের হয়ে বেশক’টি ম্যাচে মাঠের বাইরেই কাটাতে হবে আর্থারকে।

এর মধ্যে লা লিগার অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লড়বে বার্সা। এরপর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে ক্লাব লিওঁকে মোকাবিলা করবে ভালভারদের ছাত্ররা। এরপর লিগ ম্যাচে সেভিয়া ও কোপা দেল রে’র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে তারা। আর এই ম্যাচগুলোতে পাওয়া যাবেনা আর্থারকে।

আরকে//