ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আগামীকাল দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ১৭তম সম্মেলন

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:০৯ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার

আগামী কাল থেকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ১৭তম সম্মেলন। সোমবার দুপুরে রাজধানীর রমনার আইইবি ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের আয়োজনে এবারের সম্মেলনে সার্কভুক্ত দেশ ও ইরানসহ মোট ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সরকারি বেসরকারি সংস্থার মোট ১০০জন প্রতিনিধি অংশ নিবেন। ৩দিন ব্যাপি অনুষ্ঠিত এ সম্মেলনে সর্বমোট ১১টি সেশন অনুষ্ঠিত হবে। এতে ব্রডব্যান্ড  নেটওয়ার্ক, তরঙ্গ নিয়ন্ত্রণ, ইন্টারনেট অব থিংকস, পঞ্চম প্রজন্মের মোবাইল সেবা ক্ষেত্রে কর্মকৌশলসহ বিভিন্ন সেবা নিয়ে আলোচনা হবে বলেও জানান ডক্টর শাহজানান মাহমুদ।