ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনার বড় পরিসরে নির্মাণ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৩৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

চলমান সংস্কারকাজ শেষ করে, ২১ শে ফেব্রুয়ারি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রত্যাশায় আছে জামালপুরবাসী। গেলো দুই বছর ধরে চলছে নির্মাণ কাজ। তাই এ শহীদ মিনারে ফুল দিতে পারেননি তারা। দ্রুত কাজ সমাপ্তির দাবি তাদের।

পুরোনো মিনার ভেঙ্গে নতুন করে, বড় পরিসরে নির্মান হচ্ছে জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনার। নির্মানাধীন শহীদ মিনারটি দৃশ্যমান হয়ে ওঠায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রত্যাশা নিয়ে স্বস্তি এসেছে জামালপুরবাসীর মনে।

কেন্দ্রীয় শহীদ মিনারটি ভেঙ্গে নতুন করে নির্মাণের জন্য গত ২বছর যাবৎ একুশে ফেব্রয়ারীতে এখানে কেউ ফুল দিতে পারেনি। পুরোনো শহীদ মিনারটি ছিলো ছোট্ট পরিসরে। দুবছর আগে ২শ কোটি টাকা ব্যয়ে নতুন শহীদ মিনার নির্মাণ কাজ ও জায়গাটিতে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নিমার্ণের কাজ শুরু হয়।

নতুন এই শহীদ মিনারের সাথে থাকছে লেক, একটি চারতলা গ্যালারী আর স্মৃতি যাদুঘর।

এবারের একুশে ফেব্রুয়ারীতে নতুন শহীদ মিনারে শ্রদ্ধা জানানো যাবে বলে আশ্বাস দিয়েছেন কাজে নিয়োগ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা।

নির্মানাধীন শহীদ মিনারটির কাজ দ্রুত শেষ হবে এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর।

 

এসএ/