ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

জবি উপাচার্যের উত্তরগণতন্ত্র ও লিংকনের পিপল গ্রন্থের মোড়ক উন্মোচন

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশিষ্ট কলামিস্ট ও লেখক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রচিত ‘উত্তরগণতন্ত্র ও লিংকনের পিপল’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এ শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়।

এ সময় বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মেরিট ফেয়ার প্রকাশনীর (স্টল # ১৪৩, ১৪৫ ও ১৪৫) স্টলে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলে (বাংলা একাডেমি, স্টল # ১৫) পাওয়া যাচ্ছে।

এসএইচ/