ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ২ ১৪৩২

নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান, তার, কাঁচামাল ও সরঞ্জাম জব্দ

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৩ অক্টোবর ২০১৬ সোমবার

চট্টগ্রামে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তার, কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। নগরীর রেয়াজউদ্দীন বাজারের আল্লাহর দান নামের মার্কেটে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, মার্কেটের ছোট একটি কক্ষকে কারখানা বানিয়ে দীর্ঘদিন ধরে নকল বৈদ্যুতিক তার তৈরি করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। এসব নি¤œমানের বৈদ্যুতিক তারের উপর নামী-দামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে তারা বাজারে বিক্রি করতো। ক্রেতারা দীর্ঘদিন ধরে এসব তার কিনে প্রতারিত হয়ে অঅসছিলেন। পাশাপাশি এসব তার বৈদ্যুতিক শর্ট সার্কিট ও আগুন লাগার অন্যতম কারণ বলেও জানায় পুলিশ। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে কারখানাটি সিলগালা করে  দেয়া হয়েছে।